Wellcome to National Portal

 পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

 বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মোতাবেক বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আপনার সকল বিদ্যুৎ বিল পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগ বিচ্ছিন্নকারী দলকে দেখানোর জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, স্পটে কোন বিদ্যুৎ বিলের অর্থ আদায়/গ্রহণ করা হবে না। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।  সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে  জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।  
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেনারেল ম্যানেজারের বাণী

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সম্মানিত সভাপতি, পরিচালক মন্ডলী, মহিলা পরিচালকবৃন্দ, গ্রাহক সদস্যবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থাপনার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিদ্যুৎ শক্তি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তথা সভ্যতার উন্নয়নে অন্যতম সহাযক শক্তি এই বাস্তবতার নিরীখে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ -সামাজিক অবস্থার উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি পদযাত্রা শুরু করেছিল।খাদ্য উৎপাদন, গ্রামীণ শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বেকারত্ব দূরীকরণ তথা সামগ্রিক জীবন যাত্রার মানোন্নয়নের বিষয়সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে সমিতি লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।

পর্যায়ক্রমে সকলের জন্য বিদ্যুুৎ সুবিধা সৃষ্টির লক্ষ্যে সমিতির কর্মকর্তা/কর্মচারী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহযোগীতায় সমিতি তার কাংখিত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।  

পবিত্র রমজান ও গ্রীষ্মকালীন বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সচেতনতামূলক বিশেষ আলোচনা অনুষ্ঠান।