“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সম্মানিত সভাপতি, পরিচালক মন্ডলী, মহিলা পরিচালকবৃন্দ, গ্রাহক সদস্যবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থাপনার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বিদ্যুৎ শক্তি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তথা সভ্যতার উন্নয়নে অন্যতম সহাযক শক্তি এই বাস্তবতার নিরীখে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ -সামাজিক অবস্থার উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি পদযাত্রা শুরু করেছিল।খাদ্য উৎপাদন, গ্রামীণ শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বেকারত্ব দূরীকরণ তথা সামগ্রিক জীবন যাত্রার মানোন্নয়নের বিষয়সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে সমিতি লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।
পর্যায়ক্রমে সকলের জন্য বিদ্যুুৎ সুবিধা সৃষ্টির লক্ষ্যে সমিতির কর্মকর্তা/কর্মচারী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহযোগীতায় সমিতি তার কাংখিত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস