Wellcome to National Portal
Main Comtent Skiped
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মোতাবেক বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আপনার সকল বিদ্যুৎ বিল পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগ বিচ্ছিন্নকারী দলকে দেখানোর জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, স্পটে কোন বিদ্যুৎ বিলের অর্থ আদায়/গ্রহণ করা হবে না। -> সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে  জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। 

Title
BREB & Sirajganj Economic Zone signed MOU
Details

২০৩০ সালের মধ্যে SDG (Sustainable Development Goals) এর আওতায় ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ১০০টি ইকোনমিক জোনের মধ্যে বেসরকারি অর্থনৈতিক জোন হিসেবে অনুমোদনপ্রাপ্ত ‘সিরাজগঞ্জ ইকোনমিক জোন লি. (এসইজেডএল)’ এর সাথে ২৮/০৬/২০২২ খ্রি. তারিখে ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)’ এর মধ্যে বাপবিবো’র সদর দপ্তর খিলক্ষেত, ঢাকায় একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকটিতে বাপবিবো’র পক্ষে সচিব জনাব মোঃ শামীম আহসান এবং এসইজেডএল এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এমকেএ শাহীনুর রহমান স্বাক্ষর করেন। বাপবিবো’র সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাপবিবো’র মাননীয় চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে এসইজেডএল এর চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী এবং বাপবিবো ও এসইজেডএল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসইজেডএল এর পক্ষে পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান যে, যমুনা নদীর পাড়ে এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে সায়দাবাদ এলাকায় অবস্থিত এসইজেডএল মোট ১০৩৫.৯৩ একর জমিতে টেক্সটাইল ও বুননশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধশিল্প, ইস্পাত শিল্প, জাহাজ শিল্পসহ অন্যান্য শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে গঠিত হয়েছে যেখানে ৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। তিনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বাপবিবো’র সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান যে, সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ২০২৫ সালে ২৫ মেগাওয়াট, ২০৩০ সালে ১০০ মেগাওয়াট এবং ২০৪৫ সালে ২০০ মেগাওয়াট লোডের প্রয়োজন হবে।

                                                                                                                                                                                বাপবিবো’র পক্ষে চেয়ারম্যান জনাব মোহাং সেলিম উদ্দিন বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অগ্রাধিকারভুক্ত সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ সরবরাহের সুযোগ পাওয়ায় বাপবিবো আনন্দিত এবং গর্বিত। সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহপূর্বক সরকারের লক্ষ্য বাস্তবায়নে বাপবিবো উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে। তিনি বাপবিবো ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিদ্যুৎ সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্বারোপের জন্য নির্দেশনা প্রদান করেন ।

অনুষ্ঠানের সভাপতি বাপবিবো’র সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ আমজাদ হোসেন জানান যে, বাপবিবো’র পক্ষে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিভিন্ন ভোল্টেজ লেভেলে বিদ্যুৎ সরবরাহ করবে। ইতোমধ্যে সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণকাজের জন্য পার্শ্ববর্তী সিরাজগঞ্জ ও শাহজাদপুর গ্রিড হতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও, নির্মাণাধীন অপর আরেকটি গ্রিড উপকেন্দ্র হতেও বিকল্প সোর্স লাইন নির্মাণ করা হচ্ছে। বাপবিবো’র বিদ্যমান অবকাঠামোর মাধ্যমে সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ১০০ মেগাওয়াট লোড সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ০৪টি ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং ০১টি ২৩০/৩৩ কেভি গ্রিড উপকেন

Images
Attachments
Publish Date
29/06/2022
Archieve Date
14/08/2025